বিএনপি নেতারা পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:৫৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বিএনপি নেতারা পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আইনি জটিলতা না থাকলে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানানো হবে। দলের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চোধুরী বলেছেন, পদ্মসেতু নিয়ে বিএনপি এখনো মিথ্যাচার করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজধানীর ব্র্যাক সেন্টারে, ব্র্যাক ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণপ্রাপ্ত ১১ জন নারী গাড়ি চালকের মধ্যে সনদপত্র বিতরণ করেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অনুষ্ঠান শেষে তিনি বলেন, বিশ্বব্যাংকসহ পদ্মসেতু নিয়ে যারা বিরোধীতা করেছে, তাদের সবাইকে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।
ক্ষমতার পরিবর্তন চাইলে, বিএনপিকে নির্বাচনে আসতে হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জাতীয় প্রেসক্লাবে কৃষক লীগের বিক্ষোভ সমাবেশে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেন, গুম খুনের রাজনীতি করে বিএনপি।
সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডে বিরোধীতার পাশাপাশি পদ্মা সেতু নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে জানান মতিয়া চৌধুরী।