কাল বাজেট অধিবেশন শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
কাল থেকে শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ বাজেট অধিবেশন। অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় বিভিন্ন বিধিনিষেধ জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ… ডিএমপি।
ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের সই করা বিধিনিষেধে বলা হয়, নির্ধারিত এলাকায় রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোনও ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। অষ্টাদশ অধিবেশন নির্বিঘ্ন করতে সংসদ ভবন ও আশপাশের এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এসব বিধিনিষেধ জারি করা হয়েছে। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।