কুড়িগ্রামের চরাঞ্চলে ৩শ’ ৯২টি বিশেষভাবে নির্মিত ঘর পাচ্ছেন ভূমিহীন ও গৃহহীন পরিবার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের চরাঞ্চলে ৩শ’ ৯২টি বিশেষভাবে নির্মিত ঘর পাচ্ছেন ভূমিহীন ও গৃহহীন পরিবার।
দুপুরে জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চরাঞ্চলে নির্মিত ঘর পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল ওয়াহাব ভূঞা। এসময় তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে মুজিববর্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় চরাঞ্চলের ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য বিশেষ পদ্ধতিতে এসব ঘর নির্মাণ করা হচ্ছে। যাতে করে ভাঙ্গনের কবলে পড়লেও ঘরগুলো স্থানান্তর করা যায়। প্রথম ধাপে জেলার চরাঞ্চলে ৩শ’ ৯২টি নির্মিত হচ্ছে।প্রতিটি ঘর নির্মানে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৬শ’ টাকা।