নরসিংদীতে ট্রেনের ধাক্কায় পিকাপ ভ্যানের তিন যাত্রী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পিকাপ ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছে।
স্থানীয়রা জানায়, হাসনাবাদ বাজার রোড থেকে আসা একটি পিকাপ ভ্যান অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি পিকাপটিকে ধাক্কা দেয়। এতে পিকাপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। ভেতরে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত তিন জনকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতাল পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।