সিন্ডিকেটে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি নিয়ে বায়রা নেতাদের মিশ্র প্রতিক্রিয়া

- আপডেট সময় : ০৪:২৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
দীর্ঘদিন পর বাংলাদেশী কর্মীদের জন্য মালেশিয়ার শ্রমবাজার উমুক্ত হচ্ছে । তবে সীমিত কয়েকটি এজেন্সির মাধ্যমে লোক পাঠানো নিয়ে বায়রা নেতৃবৃন্দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিতর্ক থাকলেও লোক পাঠানোর সুযোগ মেলাকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক সভাপতি বেনজীর আহমেদ। আর এজেন্সি ঠিক করে দেয়াকে অযাচিত হস্তক্ষেপ বলছেন সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান। স্বচ্ছতাও পরিবর্তে নতুন প্রক্রিয়ায় অস্বচ্ছতার প্রতিফলন ঘটবে বলে মনে করেন সাবেক অর্থ সচিব ফখরুল ইসলাম।
দীর্ঘ ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশী কর্মীদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে মালেশিয়ার শ্রমবাজার। আগামী কয়েক মাসের মধ্যে কনষ্টাকশান, পামবাগানসহ বিভিন্ন ক্ষেত্রে বিপুল সংখ্যক কর্মী নিবে দেশটি।
কর্মী নিয়োগের ক্ষেত্রে স্বচ্চতা ও জবাব দিহিতা নিশ্চিত করতে ২৫ টি রিক্রুটিং এজেন্সি ঠিক করে দিয়ে তাদের মাধ্যমে লোক পাঠানোর শর্ত দিয়েছে মালেশিয়া।
এ প্রক্রিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সাবেক অর্থ সচিব ফখরুল ইসলাম।
মালেশিয়া সরকার বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির তালিকা করে দেয়াকে অযাচিত হস্তক্ষেপ বলে মনে করেন বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান।
বির্তক থাকলেও লোক নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বায়রার সাবেক সভাপতি বেনজীর আহমেদ।
খুব দ্রুত মালেশিয়াতে শ্রমিক পাঠানো শুরু হবে এমটাই প্রত্যশা সবার।