বিআরবি হাসপাতালে ক্যান্সার নির্ণয়ে সর্বাধুনিক ফ্রোজেন সেকশন মেশিনের উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ১৬২১ বার পড়া হয়েছে
চিকিৎসা সেবা আরো উন্নত করার লক্ষ্যে ঢাকার বিআরবি হাসপাতালে ক্যান্সার নির্ণয়ে সর্বাধুনিক ফ্রোজেন সেকশন মেশিনের উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।
রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে এই ফ্রোজেন সেকশন মেশিনের উদ্বোধন করা হয়। একই সাথে হাসপাতালে রোগীদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে হাসপাতালের মেডিকেল অফিসারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিআরবি গ্রুপের পরিচালক মাহফুজুর রহমান, লিভার ট্রান্সপান্ট সার্জন অধ্যাপক মোহাম্মদ আলী, হিস্টোপ্যাথলজির পথিকৃত অধ্যাপক ডা. তারেক আল নাসির, ফিজিওথেরাপিস্ট ডা. আলতাফ হোসেন সরকারসহ হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যান্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।


























