নিজেদের ব্যর্থতা আড়ালে তামাশা করছে বিএনপি : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বৃহত্তর ঐক্যের নামে বৃহত্তম তামাশা সৃষ্টি করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি আবারো আগুন সন্ত্রাসের মতো পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে, এসব কথা বলেন তারা।
জাতীয় প্রেসক্লাবের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে যুব মহিলালীগ।
বিএনপি-জামায়াত প্রতিহত করতে, নেতা-কর্মীদের আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকার আহবান জানান, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
এদিকে, রাজধানীর সেতু ভবনে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোন ইস্যু খুঁজে না পেয়ে সময়ক্ষেপনের জন্য নিজ বলয়ে সংলাপ করছে বিএনপি।
বিএনপি’র নেতা-কর্মীরা রাস্তার ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেন তিনি। তাদের সংযমী হওয়ার আহবান জানান, ওবায়দুল কাদের।
এদিকে, দুপুরে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, পদ্মা সেতু নিয়ে কোন দুর্নীতি হয়নি।
মিথ্যা তথ্য দিয়ে তারা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে বলে অভিযোগ করেছেন মাহবুব উল আলম হানিফ