আসছে বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় কোন পরিবর্তন হবে না : নসরুল হামিদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
আসছে বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় কোন পরিবর্তন হবে না। গ্যাস-বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুৎ ভবনে আয়োজিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৫০ বছর পূর্তি, অর্জন ও বাধা শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আগামী বছর রামপালসহ বেশ কয়েটি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসলে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। ইতিমধ্যে দেশের প্রতি ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিতে সক্ষম হয়েছে সরকার। ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনে হাইড্রোজেন প্রযুক্তির দিকেও নজর রাখছে সরকার। তেলের কোন সংকট নেই জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রাশিয়ার তেল বাংলাদেশের রিফাইনারিতে পরিশোধনযোগ্য নয়। তাই রাশিয়ার তেল বিক্রির প্রস্তাব গ্রহণ করেনি বাংলাদেশ।