সিলেটে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও নতুন সংকটে পড়েছেন নগরবাসী

- আপডেট সময় : ০৩:১৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
সিলেটে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও নতুন সংকটে পড়েছেন নগরবাসী। বানের পানিতে ভেসে আসা ময়লা-আবর্জনার স্তুপ পঁচে নগর জুড়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। বেড়েছে মশার উপদ্রবও। ফলে জনজীবনে উঠেছে নাভিশ্বাস। সিটি মেয়র জানিয়েছেন, বন্যা পরবর্তী সংকট নিরসনে সময় লাগবে। তবে এরই মধ্যে কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।
সিলেট মহানগরীর বন্যার পানি নেমে গেলেও নগর জুড়ে পচা দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ। অলিগলির বেশিরভাগ এলাকায় ময়লা জমে বসবাস ও চলাচলা অনুপযোগী হয়ে পড়েছে। নাক-মুখ কাপড়ে ঢেকে ঘরে-বাইরে বেরুচ্ছে নগরবাসী। তার উপর মশার জ্বালায় অতিষ্ঠ সবাই। স্যুয়ারেজ লাইন ছিদ্র হয়ে, ছড়াচ্ছে দুষিত পানি।এতে দুর্গন্ধ প্রকট আকার ধারণ করছে। সিটি করপোরেশনের সরবরাহকৃত পানিতেও দুর্গন্ধ। বন্যার পানিতে সেফটিক ট্যাংকির পানি, খাওয়ার পানি, ড্রেনের পানি একাকার হওয়ায় এমন অবস্থা তৈরি হয়েছে।
সিটি করপোরেশনের উদ্যোগে সাকার মেশিন দিয়ে মহানগর পরিষ্কারের কাজ চলছে। পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট দেয়া হচ্ছে। সংকট নিরসনে সময় লাগবে বলে জানালেন সিটি মেয়র।
দ্রুত এ অবস্থার উন্নতি হবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর।