নির্বাচনী কেন্দ্রের গোপন কক্ষ নিয়ন্ত্রণে রাখাই ইভিএমের বড় চ্যালেঞ্জ : আহসান হাবিব খান

- আপডেট সময় : ০৭:৫৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
নির্বাচনী কেন্দ্রের গোপন কক্ষ নিয়ন্ত্রণে রাখাই ইভিএমের বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল অব.আহসান হাবিব খান। তিনি বলেন, বর্তমান প্রযুক্তিতে ইভিএমে কারচুপির সুযোগ নেই। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কুমিল্লার সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের কাস্টমাইজেশন প্রক্রিয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইভিএম নিয়ে ভোটারদের আস্থা অর্জনে আগামীতেও কাস্টমাইজেশন প্রক্রিয়া অব্যহত থাকবে বলে জানান আহসান হাবিব খান।
দেশে নির্বাচনী ব্যবস্থায় সময়ের আলোচিত ইস্যু–ইভিএম। জাতীয় সংসদ ও অন্য নির্বাচন মিলে এ পর্যন্ত ৬৬১টি নির্বাচনে ইভিএম ব্যবহার হয়েছে। তারপরও ভোটারদের পুর্ন আস্থা অর্জন করতে পারেনি।
এমন বাস্তবতায় নতুন কমিশন আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করে ভোটারদের আস্থা অর্জনে কাজ করছে। তারই অংশ হিসেবে প্রথমবারের মত কুমিল্লা সিটি নির্বাচনে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের ইভিএম কাস্টমাইজেশন দেখানো হয়।
ইভিএম এর কার্যকরীতা দেখে সন্তোষ প্রকাশ করেন মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর প্রতিনিধিরা। কেউ কেউ জানান ভিন্নমত।
তবে ইসি কর্মকর্তারা জানান, ইভিএমে কারচুপির সুযোগ নেই।
পরে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেন, নির্বাচনে ইভিএম ব্যবহার একমাত্র চ্যালেঞ্জ সন্ত্রাসী বাহিনী।
নির্বাচন কমিশন স্বাধীন জানিয়ে তিনি বলেন, কোনো অনিয়ম হলে ছাড় দেয়া হবে ন।
ইভিএম নিয়ে আগামীতে রাজনৈতিক দলগুলোর টেকনিক্যাল টিমের সাথে বসা হবে বলেও জানান বিগ্রেডিয়ার জেনারেল অব.আহসান হাবিব খান।