পদ্মা সেতু নিয়ে মিথ্যাচার করা বিএনপি নেতাদের রোগ হয়ে দাড়িয়েছে : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ক্ষমতায় থাকতে দেশে একটিও মেগা প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন দেখেনি। এখন এ নিয়ে মিথ্যাচার করায় বিএনপি নেতাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আর দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, আওয়ামী লীগকে উৎখাত করে বিএনপি অবৈধভাবে ক্ষমতায় যেতে পারবে না। ঢাকা ও চট্টগ্রামে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
ঢাকায় সরকারি বাসভবনে সমসমায়িক বিষয় নিয়ে ব্রিফিং করেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে মিথ্যাচার করা বিএনপি নেতাদের রোগ হয়ে দাড়িয়েছে।
চট্টগ্রাম মহানগর যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, আওয়ামী লীগকে উৎখাত করে বিএনপি অবৈধভাবে ক্ষমতায় যেতে পারবে না।
বিশেষ অতিথি দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফি আগামী নির্বাচনের জন্য বিএনপি’কে প্রস্তুতি নেয়ার আহবান জানান।
চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যন শেখ ফজলে শামস পরশ।