অবৈধ চাল মজুতদারদের বিরুদ্ধে অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর

- আপডেট সময় : ০৭:১৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
ভোজ্যতেলের মতো অবৈধ চালের মুজদদারদের বিরুদ্ধে সারাদেশে অভিযানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দায়িদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বাণিজ্য, খাদ্য ও কৃষিমন্ত্রীকে চালের বাজার অস্থিতিশীলতার কারণ খুঁজে দেখারও নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেন সরকার প্রধান।
ভরা মৌসুমে বাড়ছে চালের দাম। এক মাসের ব্যবধানে মান ভেদে প্রতি কেজি চালের দাম ৫ থেকে ১৫ টাকা বেড়েছে। এতে অতিস্থিতিশীল হয়ে পড়েছে বাজার।
শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে উঠে আসে চাল বাজারের অস্থিরতার বিষয়টি।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, চালের দাম বৃদ্ধি নিয়ে অ্যাকশনে নামার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বেআইনিভাবে কেউ চালের ব্যবসায় জড়িত হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে বাণিজ্য, খাদ্য ও কৃষিমন্ত্রীকে নির্দেশও দিয়েছন সরকার প্রধান।
অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে বলে আশা করেন, মন্ত্রিপরিষদ সচিব।