নরসিংদী রেলওয়ে স্টেশনে অশ্লীল পোশাকের অজুহাতে তরুণী হেনস্তার মূলহোতা গ্রেপ্তার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
নরসিংদী রেলওয়ে স্টেশনে অশ্লীল পোশাকের অজুহাতে তরুণী হেনস্তার মূলহোতা এক নারীকে গ্রেপ্তার করেছে রেব-১১। গেলরাতে জেলার শিবপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
খবরটি নিশ্চিত করেন, নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান। সদর উপজেলার মোড় এলাকার ওই নারীর নাম মার্জিয়া আক্তার। তবে শিলা, শায়লা এ রকম একাধিক নামে বিভিন্ন জায়গায় পরিচিত তিনি। মার্জিয়া পেশায় একজন ঘটক। গত ১৮ মে ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশনে বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক তরুণী আধুনিক পোশাক পড়ায় তার দুই বন্ধুসহ হেনস্তার শিকার হন। এরপর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে গত ২০ মে রাতে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে পুলিশের মামলায় মো. ইসমাইল নামে একজনকে গ্রেপ্তার করা হয়।