আ’লীগকে উৎখাত করে বিএনপি অবৈধভাবে ক্ষমতায় যেতে পারবে না : শেখ সেলিম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগকে উৎখাত করে বিএনপি অবৈধভাবে ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। দেশের জনগণ সেই ষড়যন্ত্র আর সফল হতে দেবে না বলেও মনে করেন তিনি।
চট্টগ্রাম মহানগর যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে এ সব কথা বলেন তিনি। একই সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সন্ত্রাসের পথ পরিহার করে সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি’র প্রতি আহবান জানান। চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যন শেখ ফজলে শামস পরশ। অন্যান্যের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, যুবলীগ সাধারণ সম্পাদ মইনুল হোসেন খান নিখিল উপস্থিত ছিলেন।