ঠাকুরগাঁও সদরের দানারহাট ঈদগাঁও মাঠ এবং আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৮৩৭ বার পড়া হয়েছে
একই জায়গায় যুবদল ও ছাত্রলীগ সভা ডাকায় ঠাকুরগাঁও সদরের দানারহাট ঈদগাঁও মাঠ এবং আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান এই আদেশ জারি করেন। এতে উল্লেখ করা হয়, বিকেল ৩টায় উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগাঁও মাঠে স্থানীয় যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন করার কথা। একই স্থানে একই সময়ে স্থানীয় ছাত্রলীগ প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে সভার ঘোষণা দিয়েছে। এতে করে সংঘাত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।