কাল সরকারি সফরে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৭:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৫২৫ বার পড়া হয়েছে
কাল সরকারি সফরে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ শামীম মুসফিক।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তেজগাঁও বিমান বন্দর থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেবেন তারা। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর, ১৯৭৫ সালের ১৫ আগষ্টের শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকেলে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।