সারাদেশে চলছে অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
ঢাকাসহ সারাদেশে চলছে অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান।
গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় শতাধিক অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। এছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। দেশের অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে স্বাস্থ্য অধিদপ্তর ৭২ ঘণ্টা সময় বেঁধে দেয়ার পর ঢাকাসহ সারাদেশে অভিযান চালায় স্থানীয় প্রশাসন। আকস্মিক এ অভিযানে দিশেহারা হয়ে পড়েছেন ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অবৈধ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকরা। জরিমানা ও সিলগালা এড়াতে প্রতিষ্ঠান বন্ধ করে সটকে পড়ছেন অনেক মালিক ও স্টাফ।