ইউক্রেনে চার হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত : ওএইচসিএইচআর

- আপডেট সময় : ০৯:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
রাশিয়ার সামরিক অভিযানে এখন পর্যন্ত ইউক্রেনে চার হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে, নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে ধারণা করছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। এদিকে, রাশিয়ার অভিযানে ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে ইউক্রেন।
ওএইচসিএইচআর বলছে—রুশ অভিযানে ইউক্রেনে মোট চার হাজার ৩১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২০০ শিশু রয়েছে। বেশির ভাগই ভারী কামান ও বিমান হামলায় নিহত হয়েছে। তবে, রাশিয়া বরাবরই বলছে, বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে না তারা।
কিয়েভ স্কুল অব ইকোনমিকস জানিয়েছে, ইউক্রেনে মোট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৫০ থেকে ৬০ হাজার কোটি মার্কিন ডলার। পর্যালোচনা করে কেএসই আরও জানায়, অবকাঠামোগত ক্ষতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস, শ্রমিক হারানো ও অন্যান্য দিক মিলিয়ে ইউক্রেন বিপুল ক্ষতির মুখে পড়েছে।
বন্দিত্ব এড়াতে ইউক্রেনীয় বাহিনী লুহানস্ক অঞ্চলে শেষ ঘাঁটি থেকে পিছু হটতে পারে বলে জানিয়েছেন এক ইউক্রেনীয় কর্মকর্তা। তিনি বলেন, রুশ সেনারা পূর্ব ইউক্রেনে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তিন মাস ধরে চলা এ যুদ্ধের গতিবিধি পরিবর্তন করে দিতে পারে।