আইপিএলে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে গুজরাট টাইটান্স
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে গুজরাট টাইটেন্স। প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান রয়েলসকে ৭ উইকেটে হারিয়েছে গুজরাট।
ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে জস বাটলারের ৮৯ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে ১৮৮ রানের বড় সংগ্রহ পায় রাজস্থান। ৫৬ বলে ৮৯ রানের ইনিংস খেলেন বাটলার। এছাড়া সাঞ্জু স্যামসনের ব্যাট থেকে আসে ৪৭ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ঋদ্ধিমান সাহার উইকেট হারিয়ে হোচট খায় গুজরাট। তবে দ্বিতীয় উইকেটে শুভমান গিল এবং ম্যাথ্যু ওয়েডর ৭২ রানের জুটিতে ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১৬ রানের। টানা ৩ বলে ৩ ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন ডেভিড মিলার। ৩৮ বলে ৬৮ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন এই প্রোটিয়া ব্যাটার।



















