তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র। এমন সতর্কবার্তা উচ্চারণ করেছে চীন। গতকাল চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক দফতর থেকে এই সতর্কবার্তা উচ্চারণ করা হয়।
এর আগে কোয়াড সম্মেলনকে কেন্দ্র করে জাপান সফরের দ্বিতীয় দিন তাইওয়ান ইস্যুতে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাইওয়ানের বিরুদ্ধে চীন শক্তি প্রয়োগ করলে সেটি যথাযথ হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এটি সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। ইউক্রেনে যা ঘটেছে, এখানেও তাই ঘটবে। তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। স্বশাসিত দ্বীপটি রক্ষায় ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ। বাইডেনের এই মন্তব্যের পরই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগুন নিয়ে খেলার অভিযোগ তোলে চীন।