নিজেদের ওপর হামলার জন্য সরকারকে দায়ী করা বিএনপির প্রচারণা কৌশল : স্বরাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
নিজেদের ওপর হামলার জন্য সরকারকে দায়ী করা বিএনপির প্রচারণা কৌশল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন মন্ত্রী।
বেসরকারি পর্যায়ে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মানোন্নয়নে এই অনুদান দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশে বহুদলীয় রাজনীতি সুপ্রতিষ্ঠিত। এখানে রাজনৈতিক অঙ্গন সবসময়ই উন্মুক্ত। কিন্তু, নৈরাজ্য সৃষ্টি করলে নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে। পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে মির্জা ফখরুলের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো হলো রাজনৈতিক কৌশল। বিএনপি’র বক্ত্যব্যের কোন সত্যতা নেই বলে দাবি করেন তিনি।