রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ডাক দিয়েছেন ইমরান খান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী ২৫ মে বিকেলে শ্রীনগর হাইওয়েতে তিনি তার কর্মী-সমর্থকদের সঙ্গে লংমার্চে অংশ নেবেন।
পিটিআইয়ের প্রধান কমিটির বৈঠক শেষে পেশোয়ারে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইমরান খান। এ সময় সাবেক প্রধানমন্ত্রীর পাশে ছিলেন শাহ মাহমুদ কুরেশি ও মাহমুদ খানসহ দলের একাধিক নেতা। পরে, এক টুইট বার্তায় পাকিস্তানিদের লংমার্চে অংশ নেওয়ার আহ্বান জানান সাবেক পাক প্রধানমন্ত্রী। পেশোয়ার থেকে লংমার্চে নেতৃত্ব দেবেন তিনি। এটা রাজনীতি নয়, জিহাদ উল্লেখ করে ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার লংমার্চ বন্ধের চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে।’