পদ্মাসেতু উদ্বোধনের কথা শুনলেই বিএনপি’র মুখ কালো হয়ে যায় : ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
পদ্মাসেতু উদ্বোধনের কথা শুনলেই বিএনপি নেতাদের মুখ কালো হয়ে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের মানুষ ভালো থাকলে মন খারাপ হয় বিএনপির।
সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তিনি। বিএনপি নেতারা বললেও দেশের জনগণ শেখ হাসিনার পদত্যাগ চায় না বলে জানান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ব্যর্থতার দায় নিয়ে বিএনপির’ই টপ-টু-বটম নেতাদের পদত্যাগ করা উচিৎ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সময়মতো এবারও বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে মনে করেন তিনি। এখন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।