গণমাধ্যমকে চূড়ান্তভাবে নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের চক্রান্ত চলছে : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০২:৪৮:১২ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
গণমাধ্যমকে চূড়ান্তভাবে নিয়ন্ত্রণ করতে নতুন আইন প্রণয়নের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র হত্যায় গণমাধ্যম নিয়ন্ত্রণ আইন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, সুপরিকল্পিতভাবে গণতন্ত্রের মৌলিক বিষয় নিয়ন্ত্রণ করে দেশে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে।
মির্জা ফখরুল আরো বলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের পরিকল্পনার অংশ হিসেবে অক্টোপাসের মতো সরকার রাষ্ট্রকে চেপে ধরেছে। রাষ্ট্র ও দেশের স্বাধীনতা রক্ষায় সবাইকে সোচ্চার হতে আহ্বান জানান মির্জা ফখরুল। নইলে দলীয় সংকীর্ণতা নিয়ে ভবিষ্যত প্রজন্মের কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে। তিনি জানান, সাংবাদিকরা বিভক্ত হওয়ায় কালা কানুনের বিরুদ্ধে কোন প্রতিবাদ হয়নি। অথচ মানুষ আশা করেছিলো সবাই এই আইনের বিরুদ্ধে সোচ্চার হবে। ফখরুল বলেন, স্বাধীনতার মূল চেতনা গনতন্ত্র আজ ভূলন্ঠিত। সাংবাদিকসহ সব শ্রেনীর পেশার মানুষকে গনতন্ত্র ফিরিয়ে আনতে ঐকবদ্ধভাবে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।