গ্যাস বন্ধ থাকায় দুর্ভোগে মিরপুরবাসী

- আপডেট সময় : ১০:৩১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুর ও আশপাশের বিশাল এলাকায় সকাল ৯টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। একারণে লাখো মানুষ রান্না নিয়ে চরম ভোগান্তিতে পড়েছে। বাসা-বাড়ির পাশাপাশি অনেক হোটেল-রেস্তোরাঁয় চুলা জ্বলেনি। গ্যাস-সিলিন্ডারে রান্না করা হোটেলে, ছিলো মানুষের দীর্ঘ লাইন।
জরুরি পাইপ লাইন সংস্কারের জন্য ১২ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাজধানীর মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১, ১২, ১৩ নম্বর এবং আশপাশের, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ডিওএসএইচ এলাকায়।
গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, চরম বিপাকে পড়ে এলাকার লাখো মানুষ। সকালে ঘুম থেকে জেগেই দুর্ভোগে পড়েন তারা।
গ্যাস না থাকায়, পাড়া-মহল্লার হোটেল রেস্তোরাঁয় ছুটে যান অনেকে। কিন্তু গ্যাস না থাকায়, সেখানেও খাবার না পেয়ে ভোগান্তিতে
তবে যেসব দোকানে সিলিন্ডারে রান্না হয়, সেখানে খাবারের জন্য ক্রেতাদের দীর্ঘ সারি।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।