সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ড. অরূপ রতন চৌধুরী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৭:১০ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৬৯০ বার পড়া হয়েছে
‘বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই’ এই শ্লোগানকে সামনে রেখে, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক ড. অরূপ রতন চৌধুরী।
বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিপুল সংখ্যক বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা ড. অরূপ রতন চৌধুরী। ব্যক্তিগত উদ্যাগে তিনি নগদ অর্থ ও ত্রাণ সামগ্রি বিতরণ করেন। এসময়, অরূপ রতন চৌধুরী বিত্তবানসহ দলমত নির্বিশেষে সবাইকে এই দুর্যোগের সময় অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।