ইউক্রেনের পূর্বাঞ্চলের ওপর আক্রমণ জোরদার করেছে রাশিয়া

- আপডেট সময় : ০৪:১৩:২০ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
ইউক্রেনের পূর্বাঞ্চলের ওপর আক্রমণ জোরদার করেছে রাশিয়া, এমন অভিযোগ কিয়েভের বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের।
তারা বলছেন, কামান, রকেট লঞ্চার ও উড়োজাহাজ ব্যবহার করে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে আঘাত হানছে মস্কো। আবাসিক এলাকায় বাড়িঘর ধ্বংস করেছে এবং বেশ কয়েক জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দনবাস অঞ্চলের অবস্থাকে ‘নারকীয়’ বলে বর্ণনা করেছেন। বলছেন রাশিয়ার আক্রমণে দনবাস অঞ্চলটি ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে। চাপিয়ে দেয়া যুদ্ধের কারণে রাশিয়ার কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে মিত্র দেশগুলোর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এ প্রস্তাব দেন তিনি। যুদ্ধের প্রথম দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যর্থ হয়ে দনবাসসহ অন্য অঞ্চল দখলে মরীয়া।