মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গঠিত গণকমিশনের কোনো ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গঠিত গণকমিশনের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ নিয়ে কেউ বিশৃঙ্খলা করলে শক্ত হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি ।
সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে লায়নস ক্লাবের ২৭তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠান শেষে এসব কথা বলেন মন্ত্রী। ১১৬ জনকে ধর্মব্যবসায়ী আখ্যা দিয়ে করা গণকমিশনের করা শ্বেতপত্রের ভিত্তি নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। কোন তথ্য উপাত্তের ভিত্তিতে তাদের ধর্ম ব্যবসায়ী বলা হয়েছে সেটি তিনি জানেন না উল্লেখ করে মন্ত্রী বলেন, শ্বেতপত্রটি পর্যালোচনা করা হবে।