আবারো নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা আঁটছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
প্রতিবারের মতো আগামী নির্বাচনে সন্ত্রাস করেই ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা শুনলে হাস্যকর মনে হয় উল্লেখ করে মির্জা ফখরুল আরো বলেন, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠাকারী দলের মুখে গণতন্ত্রের কথা মানেই একটা প্রতারণা। এসময় ফখরুল আরো বলেন, ক্ষমতার বাহিরে থাকলে কোন দল পচনশীল হয়ে যায় না আওয়ামী লীগ তার উদাহারণ। বিএনপির যোগ্যতা প্রমাণে নিরপেক্ষ নির্বাচন দাবি করেন বিএনপি মহাসচিব।