ভোটাধিকার প্রয়োগে প্রতিবাদী হওয়ার পরামর্শ সিইসির

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আউয়াল। ভোট প্রয়োগে বাধা দিলে ভোটারদের প্রতিবাদী হওয়ারও পরামর্শ দেন তিনি।
দুপুরে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে কার্যক্রমের-উদ্বোধন শেষে সিইসি আরো বলেন,নির্বাচনকে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে আগ্রহী কমিশন। অচিরেই সবাইকে আহ্বান জানানো হবে বলেও জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, দলগুলোকে চিঠি পাঠানো কাজের পাশাপাশি ধারাবাহিকতা কাজের অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু হয়েছে। ইভিএমএ’র সক্ষমতা বাড়ানোর বিষয়েও কাজ করছে কমিশন জানালেন কাজী হাবীবুল আউয়াল। প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রম চলবে। বন্যার কারণে সিলেটের কানাইঘাট উপজেলার কার্যক্রম স্থগিত করা হয়েছে।