জনগণের টাকায় তৈরি পদ্মা সেতু কারো পৈত্রিক সম্পত্তি নয় : ফখরুল

- আপডেট সময় : ০৭:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
জনগণের ট্যাক্সের টাকায় তৈরি পদ্মাসেতু কারও পৈত্রিক সম্পত্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সেতু নির্মাণের নামে ১০ হাজার কোটি টাকার কাজ ৪০ হাজার কোটি টাকায় করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।উত্তরাঞ্চল সফরে এসব কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে, প্রধানমন্ত্রী হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। অন্যথায় এ ধরনের উক্তির জন্য দলীয়ভাবে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। টাকার মান যেভাবে কমছে, তাতে শ্রীলংকার মতো পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ। মাত্র চার মাসের রিজার্ভ রয়েছে বলে দেশের অর্থনীতি নিয়ে শংকা জানান তিনি।
দুপুরে নীলফামারীর সৈয়দপুরে কর্মী সভা ও বিকেলে ঠাকুরগাঁওয়ে বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের মতবিনিময় সভায় যোগ দেন মির্জা ফখরুল।