ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৭:২৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের নির্বাচন ব্যবস্থা কলুষিত করেছে জিয়াউর রহমান। আর মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে আওয়ামী
লীগ। সাজাপ্রাপ্ত আসামী দিয়ে নির্বাচনে জেতা যায় না বলেই বিএনপি নির্বাচনকে বিতর্কিত করতে চায়। নিজের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগ। এতে গণভবন থেকে ভাচুর্য়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের উন্নয়ন ভালো লাগে না বলেই মেগা প্রকল্প নিয়ে সমালোচনা করছে বিএনপিসহ কিছু বুদ্ধিজীবী।। স্বদেশ প্রত্যাবর্তনের স্মৃতিচারণের পাশাপাশি নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেন তিনি। এসময় পদ্মা সেতুসহ বিভিন্ন মেগা প্রকল্পের নিয়ে সমালোচনার জবাবও দেন প্রধানমন্ত্রী।