এক সপ্তাহের মধ্যেই মধুমাসের সবচেয়ে রসালো ফল দিনাজপুরের লিচু আসছে বাজারে

- আপডেট সময় : ০৫:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৭৫৫ বার পড়া হয়েছে
অপেক্ষার পালা শেষ পর্যায়ে। এক সপ্তাহের মধ্যেই মধুমাসের সবচেয়ে রসালো ফল দিনাজপুরের লিচু আসছে বাজারে। আবহাওয়া অনুকূল থাকায়, এবার বাম্পার ফলন হয়েছে। করোনার কারণে দু’বছর লোকসান হলেও, এবার তা পুষিয়ে নেয়ার আশা বাগান মালিক ও ব্যবসায়ীদের। কৃষি বিভাগ বলছে, লিচুতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করার জন্য সবইকে নির্দেশনা দেয়া হয়েছে।
লিচুর রাজধানী দিনাজপুরে এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। ধীরে ধীরে লাল আকার ধারণ করছে লিচুর গুটি। শেষ মুহূর্তে ফল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে বাগান মালিক ও শ্রমিকরা।
এবার লিচুর ফলন বেশি হবে-এমনটাই জানান বাগান মালিকরা। করোণা মহামারী ও ফলন কম হওয়ায় দু’বছর লোকসান দেয়ার পর, এবার দ্বিগুণ লাভের আশায় তারা।
লিচু ব্যবসায়ীরা বলছেন, ক্ষতিকারক কোনো কিছু নয়, জৈব রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে স্বাস্থ্যের জন্য উপযোগী করে এবার বাজারে লিচু বিপণন করা হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে , জেলায় প্রথমে মাদ্রাজি জাতের লিচু বাজারে আসবে, পরবর্তীতে কাঁঠালি, বেদনা, চায়না থ্রি আসবে।
জেলায় এবার ৮০ মেট্রিক টন লিচুর ফলনের আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের।