পদ্মা সেতু নির্মাণে শতভাগ সৎ ছিলো সরকার : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৬:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
শতভাগ সততার সাথে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সেতুমন্ত্রী জানান, পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়ে বিশ্বব্যাংক ভুল করেছে বলে স্বীকার করেছে।
তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই মহাকাশ জয়, যুদ্ধাপরাধীদের বিচার এবং একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বাংলাদেশ কলঙ্কমুক্ত হয়েছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের মন খারাপ হয় বলে মন্তব্য করেন তিনি। গত উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থানকারীদের বাদ দিয়ে তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে কমিটি গঠনের জন্য আহ্বান জানান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দীর্ঘ ১৯ বছর পর জাঁকজমকপূর্ণ এই সম্মেলন হচ্ছে শহরের ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠে। কড়া নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রনে বিভিন্ন উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী