দক্ষিণাঞ্চলের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

- আপডেট সময় : ০৩:০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম জানান, বিভাগের ২৩টির মধ্যে গুরুত্বপূর্ণ ৯টি নদীর পানি পর্যবেক্ষণ করা হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় জোয়ারের সময় পাঁচ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে নিম্নাঞ্চল এলাকা তলিয়ে গেছে। বরিশালের কীর্তনখোলা, ঝালকাঠির বিশখালী, মির্জাগঞ্জের বুড়িশ্বর, পিরোজপুরের বলেশ্বর নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে, ভোলা খেয়াঘাট এলাকার তেঁতুলিয়া নদীর পানি ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দৌলতখান উপজেলার সুরমা ও মেঘনা নদীর পানি ৩ সেন্টিমিটার, তজুমদ্দিন উপজেলার সুরমা ও মেঘনা নদীর পানি ৪১ সেন্টিমিটার, বরগুনা জেলার বিশখালী নদীর পানি ৭ সেন্টিমিটার, পাথরঘাটা উপজেলার বিশখালী নদীর পানি ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।