৮টার পর রাজধানীতে সব দোকানপাট-শপিংমল বন্ধ রাখতে চান মেয়র তাপস

- আপডেট সময় : ০৯:১৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
জরুরি পরিসেবা ছাড়া রাত ৮টার পর রাজধানীতে সব দোকানপাট-শপিংমল বন্ধ রাখতে চান ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।সকালে মেয়রের দায়িত্ব পালনের দুই বছর পূর্তিতে নগর ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ঢাকার ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা ও পয়ো:নিষ্কাশন কার্যক্রম।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্বভার গ্রহণের দুই বছর পূর্ণ করলেন মেয়র শেখ ফজলে নূর তাপস। অর্জন ও ব্যর্থতার মূল্যায়নে গেল দ’ুবছর কেমন ছিলেন দক্ষিণ সিটিবাসী? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই নগর ভবনে এই সংবাদ সম্মেলন ডিএসসিসি কর্তৃপক্ষের।
শুরুতেই ঢাকার বিদ্যমান সীমাবদ্ধতায় উন্নয়ণ কার্যক্রমের চ্যালেঞ্জ তুলে ধরেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস ।
ঢাকা দক্ষিণ সিটিকে বসবাস উপযোগী করতে নিজের নেয়া পরিকল্পনার কথাও বলেন তিনি।
এসময় নগর উন্নয়ন সম্মিলিত মহাপরিকল্পনার রূপরেখাও তুলে ধরেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।