বিএনপি ক্ষমতায় এলে খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হবেন : ড. খন্দকার মোশাররফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
বিএনপি ক্ষমতায় এলে খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জাতীয় প্রেসক্লাবে ‘চলমান সংকট নিরসনে নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভা করে গণতন্ত্র ফোরাম। এতে তিনি বলেন, শেখ হাসিনার অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাব না। শুধু বিএনপি একা নয়, দেশের মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলও যাবে না বলছে। ড. মোশাররফ বলেন, বর্তমান সরকারের শ্রীলঙ্কার দিকে তাকানো উচিত। এখনো শুভ বুদ্ধির উদয় না হলে সমস্যা। স্বেচ্ছায় পদত্যাগ ও সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি।