ভারতের গম রফতানি বন্ধের সিদ্ধান্তে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না : খাদ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
ভারত গম রফতানি বন্ধের কোনো প্রজ্ঞাপন দেয়নি। দিলেও বাংলাদেশে কোন প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সিলেট সদর খাদ্যগুদাম পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব। পরে, গণমাধ্যম কর্মীদের খাদ্যমন্ত্রী জানান, ভারতের গম রফতানি বন্ধের সিদ্ধান্তে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না। ভারত সরকারিভাবে গম রফতানি বন্ধের প্রজ্ঞাপন দেয়নি বলেও জানান তিনি। হাওরে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে, এতে খাদ্যের ঘাটতি হবে না জানিয়ে মন্ত্রী বলেন, মজুতও ভালো রয়েছে। উৎপাদন ভালো থাকায় এখন আর আমদানিও করতে হয় না বলে দাবি করেন খাদ্যমন্ত্রী।
























