ভারতে আকস্মিকভাবে গম রফতানিতে নিষেধাজ্ঞা

- আপডেট সময় : ০৭:২১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
আকস্মিকভাবে গম রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। স্থানীয় বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে এ আদেশ দিয়েছে সরকার।
বিশ্বের দ্বিতীয় বৃহৎ গম রফতানিকারক দেশ ভারত। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর খাদ্যশস্যটির চাহিদা মেটাতে বিভিন্ন দেশ ভারতের ওপর নির্ভর করে আসছিল। কিন্তু দেশের ভেতরের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পণ্যটির রফতানি নিষিদ্ধ করলো ভারত সরকার। নিষেধাজ্ঞার ঘোষণা দেয়ার আগে যেসব ঋণপত্র ইস্যু করা হয়েছিল, কেবল তাদের চালানই জাহাজে উঠবে। দেশের অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা সামাল দেয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ প্রতিবেশী দেশগুলোকে সহায়তা করতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র বাণিজ্য পরিদফতর। এ বছরের মার্চের মাঝামাঝি ভারতজুড়ে তীব্র দাবদাহে ভারতে গমের উৎপাদন হ্রাস পায়। ফলে তলানিতে ঠেকে গমের উৎপাদন। খাদ্য সংকট দেখা দিতে পারে এমন শঙ্কা তৈরি হয়েছে।