শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে

- আপডেট সময় : ০৮:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তিনি দেশটির ইউনাইটেড ন্যাশনাল পার্টি…ইউএনপি নেতা। সন্ধ্যায় শপথ নিয়েছেন তিনি। এর আগেও চারবার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবেন বলে আশা করছেন রনিল বিক্রমাসিংহে।
গত সোমবার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এর ফলে পদটি শূন্য হয়ে পড়ে। বুধবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন রনিল বিক্রময়াসিংহে। বৈঠকে গোতাবায়া বিরোধীদল সমাগি জন বালাভেগায়ার নেতা সাজিথ প্রেমাদাসাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রথমে প্রস্তাব দেন। কিন্তু সাজিথ জানান, প্রেসিডেন্ট পদত্যাগ করলেই তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। এরপর রনিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেন গোতাবায়া রাজাপাকসে। বৈদেশিক ঋণের বোঝা আর শূন্য রিজার্ভের জেরে তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা।