রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে জোরালোভাবে চাপ দিতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

- আপডেট সময় : ০৭:২৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে জোরালোভাবে চাপ দিতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফরেন সার্ভিস একাডেমিতে ‘বাংলাদেশ-কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর’ শীর্ষক এক সেমিনারে এ সহযোগিতা চান তিনি। বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা থেকে বের হয়ে আসতে দক্ষিণ কোরিয়ার কাছে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তাও চান পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ-কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর শীর্ষক এক সেমিনারে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে দক্ষিণ কোরিয়াকে মিয়ানমারের উপর জোরালোভাবে চাপ সৃষ্টির আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এছাড়া বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা থেকে বের হয়ে আরও দ্রুত ও টেকসই উন্নয়নে দক্ষিণ কোরিয়ার দক্ষতার বিষয়ে সহযোগিতা চান তিনি ।
এসময় দক্ষিন কোরিয়ার রাষ্ট্রদূত লি জং কিম বলেন, বাংলাদেশ-কোরিয়ার সম্পর্ক আগামী দিনে আরো সুদৃঢ় হবে।
বাংলাদেশ-কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের আগামী ৫০ বছরে আরো উন্নত হবে বলে আশা করেন দু‘দেশের কুটনৈতিকরা।