বাগেরহাটের শরণখোলার নির্মানাধীণ বেরিবাঁধে দেখা দিয়েছে ফাটল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
বাগেরহাটের শরণখোলার নির্মানাধীণ বেরিবাঁধে ফাটল দেখা দিয়েছে। ঘূর্ণিঝড় অশনির প্রভাবের এই ফাটলে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা।
শরণখোলা উপজেলার গাবতলা বাজার সংলগ্ন বেরিবাঁধে ১৫ থেকে ২০ ফুট লম্বা ফাটল দেখা যায়। এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা আতঙ্কিত হয়ে ফাটলের স্থানে জড়ো হতে থাকেন। নির্মাণাধীন বাঁধে মাটির জায়গায় বালু ব্যবহার করায় ফাটল ধরেছে বলে দাবি জন প্রতিনিধি ও এলাকাবাসীর। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই আলম সিদ্দিকি বলেন, ভাঙ্গনের খবর পেয়ে খোঁজ নেয়া হচ্ছে। বাস্তবায়নকারী সংস্থা সিইআইপি প্রকল্পের দায়িত্বপ্রাপ্তদের বিষয়টি জানানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথাও জানান তিনি। বিশ্বব্যাংকের অর্থায়নে পানি উন্নয়ণ বোর্ড এই বাঁধ তৈরি করছে।