সোমবার থেকে ১১০ টাকায় লিটার তেল বিক্রি করবে টিসিবি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
১৬ মে থেকে খোলাবাজারে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি। ভোজ্যতেলের এই সংকট মুহূর্তে প্রতি লিটার তেল ১১০ টাকা দরে বিক্রি করবে সংস্থাটি।
বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, নিম্নআয়ের পরিবারকে সাশ্রয়ী এবং ভর্তুকি মূল্যে পণ্য দিতে টিসিবি সারাদেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে আড়াইশো থেকে ৩০০ ট্রাকের এ কার্যক্রম চলবে ৩০ মে পর্যন্ত । জনপ্রতি দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি, দুই কেজি ডাল ও ছোলা বিক্রি করা হবে। রমজানকে কেন্দ্র করে গত মার্চ ও এপ্রিলে সারাদেশে তালিকাভুক্ত এক কোটি পরিবারের কাছে পণ্য বিতরণ করে টিসিবি। আগামী জুনের পর সরকার এ ধরনের আরেকটি কর্মসূচি হাতে নেয়ার চিন্তা করছে বলেও জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।