ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ৪৪ জন বন্দী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
ইকুয়েডরের একটি কারাগারে বন্দীদের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ দাঙ্গায় অন্তত ৪৪ জন বন্দী নিহত হয়েছে।
আহত হয়েছে আরও অনেকে। সান্তো ডোমিঙ্গো শহরের বেলাভিস্তা কারাগারে লস লোবোস এবং আর-সেভেন নামের দুটি গ্যাংয়ের বন্দীদের মধ্যে ওই দাঙ্গা হয়। সহিংসতার সুযোগে কারাগার থেকে বেরিয়ে গেছে দু’শতাধিক বন্দি। তাদের মধ্যে ১১২ জনকে ফের আটক করা হয়েছে। দাঙ্গাটি ছিল ইকুয়েডরের কারাগারে সহিংসতার সর্বশেষ ঘটনা। এটিকে আধিপত্য বিস্তার এবং মাদক পাচারের রুট নিয়ে সন্ত্রাসী গ্রুপগুলোর দ্বন্দ্বের জন্য দায়ী করেছে সরকার। গত বছর ইকুয়েডরের বিভিন্ন কারাগারে দাঙ্গায় ৩১৬ জন বন্দি নিহত হয়।