নোয়াখালীর সেনবাগে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / ১৬৬১ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
দুপুরে উপজেলার বীজবাগ ইউনিয়নের নারায়ণপুরে আহম্মদ আলী বেপারির বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানায়, সকাল থেকে বৃষ্টি থাকায় দুই সন্তানকে ঘুম পাড়িয়ে চুলায় ভাত রান্না করছিলেন গোলাপি বেগম। কিছুক্ষণ পর চুলায় রান্না রেখে পুকুর ঘাটে যান তিনি। পরে, পুকুর ঘাট থেকে ফিরে বসতঘরে আগুন জ্বলতে দেখেন তিনি। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে পুরো ঘর ও ঘরে থাকা গোলাপীর দুই শিশু নোমান ও মাহী পুড়ে মারা যায়।


























