ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন : ২০ মে কাজ শুরু
- আপডেট সময় : ০৮:০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
তিন’শ আসনে ইভিএমে ভোট নেয়ার সক্ষমতা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। ২০ মে থেকে কার্যক্রম শুরু হবে। ভোটারদের কেন্দ্রে উপস্থিত করানো কমিশনের দায়িত্ব নয় বলেও জানান সিইসি।
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনারদের সাথে নিয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
এসময়ে তিনি নতুন ভোটার তালিকা প্রণয়নে প্রশিক্ষকদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন সিইসি।
নির্বাচন নিয়ে সরকার প্রধানের বক্তব্য কে কোন ধরনের চাপ মনে করছেন না তিনি।
নির্বাচনে ভোটারদের উপস্থিত করানো কমিশনের দায়িত্ব নয় মন্তব্য করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতি গুরুত্ব দেন কাজী হাবিবুল আউয়াল।




















