নাগরিকদের তথ্য-উপাত্ত সুরক্ষা আইনের মাধ্যমে সরকার জনগণের ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণে নিতে পারে

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
নাগরিকদের তথ্য-উপাত্ত সুরক্ষা আইনের মাধ্যমে সরকার জনগণের ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণে নিতে পারে বলে শংকা জানিয়েছেন, টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তথ্য-উপাত্ত সুরক্ষা আইন, ২০২২-এর খসড়া মূল্যায়ন শীর্ষক ভার্চুয়াল আলোচনায় এ কথা বলেন তিনি। ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশ অনেক আগে থেকেই নানান ধরনের উদ্যোগ এবং পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ সরকারের এ উদ্যোগকে সভায় স্বাগত জানানো হয়। তবে, আইনের খসড়াটি পর্যালোচনা করার পর বেশকিছু সীমাবদ্ধতা চিহ্নিত করে নানান অসংগতি পায় সংস্থাটি। এ সময় ব্যক্তিগত তথ্যের সংজ্ঞা বা উদাহরণ খসড়ায় অনুপস্থিত বলে জানানো হয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত নিয়ে এ আইনটি আরো সংশোধন করা দরকার বলে দাবি জানানো হয় সভায়।