বিশ্বকবির জন্মবার্ষিকীতে শিলাইদহ কুঠিবাড়িতে ৩ দিন ব্যাপী অনুষ্ঠান
																
								
							
                                - আপডেট সময় : ০৭:৪৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
 - / ১৭২২ বার পড়া হয়েছে
 
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ে উদযাপন উপলক্ষে ২৫, ২৬ ও ২৭ বৈশাখ তাঁর স্মৃতি বিজরিত কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়িতে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জাতীয় পর্যায়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান দুপুরে উদ্বোধন করেন স্পিকার শিরীন শারমীন চৌধুরী। এতে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এ কে এম খালিদ। রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের উপর আলোচনাসহ তার গান, কবিতা, গীতিকাব্য ও নাটক পরিবেশন করা হয়। কবিগুরুর সাহিত্য ভাবনা ও অনন্য সৃষ্টিতে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ির রয়েছে বিশেষ অবদান।
সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারী বাড়ীতে তিন দিনব্যাপি জন্মবার্ষিকী উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে দর্শনার্থী ও রবীন্দ্রপ্রেমিদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে কবির স্মৃতিবিজরিত কাছারী বাড়ী অঙ্গন। করোনায় দু’বছর বন্ধ থাকার পর, এবার তিনদিন ব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কবির জন্মবার্ষিকী পালন করছে শাহজাদপুরবাসী। অনুষ্ঠানের উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
																			
																		
















