ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে ঢাকা ফিরতে শুরু করেছেন নগরবাসী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / ১৬২৮ বার পড়া হয়েছে
ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে ঢাকা ফিরতে শুরু করেছেন নগরবাসী। সড়কপথে যানজট ও ট্রেনের সিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পরেন অনেকেই।
রোববার কমলাপুল রেলস্টেশনে ছিল ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভীড়। যাত্রীরা জানান, জীবিকা তাগিদেই প্রিয়জনকে ছেড়ে এসেছেন তারা। বড়দের সঙ্গে থাকা ছোটদের চোখে মুখেও ছিল বিচ্ছেদের সুর। এর মাঝে ট্রেনের সিডিউল বিপর্যয় এই যাত্রায় যোগ করে বাড়তি ভোগান্তি। একই অবস্থা ছিল রাজধানীর বাস টার্মিনালগুলোতে। সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকামুখী যাত্রীদের ভীড় ছিল চোখে পড়ার মতো। তবে সড়ক পথে ফেরীর বিলম্ব ও জ্যামজটের কারণে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। সেকারণে সড়ক ব্যবস্থাপনার ক্রুটিকেই দুষছেন তারা। আগামীর ঈদ যাত্রা বিড়ম্বনা মুক্ত হবে, এমনটাই ছিল যাত্রীদের প্রত্যাশা।

















