এখন থেকে বিরোধীদলের সভা সমাবেশে বাধা দেবে না সরকার: ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৩:৪৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
এখন থেকে বিরোধীদলের সভা সমাবেশে বাধা দেবে না সরকার, প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার রাতে গণভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠকের পর ওবায়দুল কাদের আরো জানান, একই সঙ্গে আগামী নির্বাচনে বিরোধীদলগুলোকে অংশগ্রহণের জন্যও বলেছেন প্রধামনন্ত্রী। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন ও আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে দলকে এখন থেকেই সুসংগঠিত করারও নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড। দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার উপর জোর দেয়া হয়েছে বলে জানান দলের সাধারণ সম্পাদক। বলেন, দলের নির্দেশ অমান্য করে যারা স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তাদের ব্যাপারে কার্যনির্বাহী সংসদের কঠোর নির্দেশনা দেয়া হয়। ডিসেম্বরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হবে বলেও জানান ওবায়দুল কাদের।